বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ বাগান কেউকেনহোফ গার্ডেন
বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ বাগান রয়েছে নেদারল্যান্ডসের লিসি শহরে। যে বাগানটির নাম কেউকেনহোফ গার্ডেন। অনেকেই নেদারল্যান্ডের কেউকেনহোফ গার্ডেনকে ইউরোপের বাগান নামেও চিনেন। নেদারল্যান্ডসের লিসি শহরে কেউকেনহোফ গার্ডেন অবস্থিত। এই বাগানটি বিশ্বের সবচেয়ে বড় টিউলিপ বাগান। ১৯৪৯ সাথে দাতব্য সংস্থার তত্ত্বাবধানে এই বাগানটির গোড়াপত্তন হয়। প্রথম বছরেই বাগানে টিউলিপ ফুল প্রদর্শনে অংশ নিয়েছিলো কিছু রপ্তানিকারক এবং কিছু টিউলিপ কন্দ উৎপাদক। ১৯৫০ সাথে টিউলিপ ফুল ও টিউলিপ বাগান জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ৩২ হেক্টর এলাকায় কেউকেনহোফ পার্কের বড় অংশজুড়েই টিউলিপ ফুলের বাগান অবস্থিত। বাগানে বছরে ৮০০ জাতের ৭০ লক্ষ ফুলের চারা রোপন করা হয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url