এসি বিস্ফোরণ এড়াতে করণীয়
তীব্র গরমের জন্য এসি অনেক প্রয়োজীয় হয়ে পড়েছে। বাড়ছে এসির ব্যবহার। গ্রীষ্মের শুরু থেকে গরমে অধিকাংশ মানুষ এসি ব্যবহার শুরু করেছে। কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে এসি বিস্ফোরণ ঘটে অগ্নিকান্ড হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। তাই এসি বিস্ফোরণ এড়াতে করণীয়গুলো আমাদের জানতে হবে বুঝতে হবে।
বিভিন্ন কারণে এসি বিস্ফোরণ ঘটে অগ্নিকান্ড হচ্ছ। এসি রক্ষণাবেক্ষণ করে না চালালে অগ্নিকান্ড ঘটে। তাই গরমে এসি ব্যাবহারের শুরুতে ইলেকট্রনিক মিস্ত্রী দ্বারা রক্ষণাবেক্ষণ করা উচিত।
এসি বিস্ফোরণের কারণ
বিভিন্ন কারণে এসি বিস্ফোরণ হয়ে থাকে। এসির পাওয়ার ক্যাবল যদি আপনি সঠিক স্পেকে ব্যবহার না করেন তাহলে এসি বিস্ফোরণ হতে পারে। কনডেনসারে ময়লা থাকলে কম্প্রেসারে টেম্পারেচার উচ্চমাত্রায় বেড়ে যায়। এসির ভিতরের পাইপগুলোর কোথাও যদি ব্লক থাকে তাহলে কম্প্রেসর বিষ্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে।
এসির ভ্যাকুয়াম সঠিকমতো না করলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবণা থাকে। সার্কিট ব্রেকার ব্যবহারের ক্ষেত্রে সঠিক রেটিং দেখতে হয়।
এসি বিস্ফোরণ এড়াতে করণীয়
বাজারে এসি কেনার সময় দেখে শোনে নির্বাচন করে ভালমানের এসি কিনতে হবে। বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিজিট করে যাচাই বাছাই করতে হবে কোনটা ভালমানের এসি। শোরুমগুলো পরিদর্শন করে সিদ্ধান্ত নিন কোন কোম্পানির এসি কিনবেন।
বাসায় এসি লাগানোর পর আমাদের কনডেনসার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কম্প্রসারে টেম্পারেচার উচ্চমাত্রায় যায় নাকি খেয়াল রাখতে হবে। এসির ভিতরের পাইপে ব্লক থাকলে দ্রুত পরিক্ষা করে দেখতে হবে এবং সমাধান করতে হবে।
জানেন কি কতক্ষণ এসি চালানো উচিত
গরমের মধ্যে বাসায় বেশি সময় এসি চলতে থাকে। কতটুকু সময় এসি চালু রাখতে হয় সেটা আমাদের জানা থাকেনা। এসি চালু থাকলে বিদ্যুৎ বিল অতিরিক্ত আসে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে।
একটি এসি ২০ মিনিটের বেশি চালানো উচিত হবেনা। তারপর ধীরে ধীরে এসির তাপমাত্রা কমিয়ে দিতে। এরপর ৩০ মিনিটের মতো এসি বন্ধ রাখতে হবে। তাহলেই ঘরে রুম ঠান্ডা থাকবে অধিক সময়। তবে রুমে যাতে গরম বাতাস না প্রবেশ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে।
রুম ঠান্ডা রাখার জন্য এসি চালু করার পূর্বে আমাদের দরজা জানালা বন্ধ করে রাখতে হবে। পাশিপাশি দরজা জানালার জন্য প্রয়োজনে আমরা ভারী পর্দা ব্যবহার করতে পারি।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url