কানের ময়লা পরিষ্কার করার উপায় । কান পরিষ্কার করার ঔষধ
কানের ময়লা পরিষ্কার করার উপায় অনেকেই জানেনা। অনেকেই নিয়মিত কান পরিষ্কার রাখে আবার অনেকেই পরিষ্কার রাখার জন্য এতো আগ্রহী না। বেশিরভাগ তুলোর বাড দিয়ে কান পরিষ্কার করে থাকে। তবে তারা জানেনা তুলোর বাড দিয়ে কান পরিষ্কার করা কতটা ঝূকিপূর্ণ। একদিকে তুলোর বাড এ থাকে ছত্রাক, আবার তুলোর বাড দিয়ে পরিষ্কার করা কানের কোন প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বাড ছাড়াও বিভিন্ন পদ্ধতিতে কান পরিষ্কার রাখা যায়। তার মধ্যে একটি হলো কান পরিষ্কার করার ঔষধ।
কানের ময়লা পরিষ্কার করার ড্রপ
কানে কটন বাডস বা কাঠি ঢুকাবেননা। কানের খৈল অপসারণের জন্য রয়েছে সহজ সমাধান। কানের ময়লা পরিষ্কার করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে ড্রপ, যার জেনেরিক নাম ডকুসেট সোডিয়াম ০.৫%।
কান পরিষ্কার করার ড্রপ এর নাম
কান পরিষ্কার করার জন্য ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে প্রথম আনলেন ডকুসেট সোডিয়াম ০.৫%, যার ব্র্যান্ড নাম "ওয়াক্সসল"। এই ড্রপ দিয়ে নিরাপদে কানের খৈল অপসারণ করা যায়।
কানের ড্রপ এর দাম
ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে প্রথম আনলেন কানের খৈল অপসারণের জন্য এক প্রকার কানের ড্রপ, যার জেনেরিক নাম ডকুসেট সোডিয়াম ০.৫% এবং ব্র্যান্ড নাম "ওয়াক্সসল"। কানের ড্রপ এর দাম হচ্ছে ১৫০ টাকা, "সরকারি নির্ধারিত মূল্য"।
কান পরিষ্কার করার সঠিক নিয়ম
ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল এর ওয়াক্সসল ড্রপ দিয়ে সুরক্ষিতভাবে কানের খৈল অপসারণ করা যায়। তবে খৈল অপসারণ করার জন্য ড্রপ ব্যবহারের নিয়ম রয়েছে। ড্রপ দিয়ে কান পরিষ্কার করার সঠিক নিয়ম হচ্ছে- প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটানা ২-৩ দিন প্রতি রাতে কান ভরে এই ড্রপটি দিতে হয়। ড্রপ দিয়ে ৫ মিনিটের মতো শুয়ে থাকবেন বা কানে তুলা দিবেন কিছু সময়ের জন্য। তিন দিনের মধ্যেই খৈল নরম হয়ে যাবে। শিশুদের ক্ষেত্রে ১ বছর থেকে একই নিয়মে ড্রপটি লাগাতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url